বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৯:৫৬

ফেসবুকে ‘ভিউয়ার্স’-এর শীর্ষে নরেন্দ্র মোদি

ফেসবুকে ‘ভিউয়ার্স’-এর শীর্ষে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : টাইম্‌স-এর বিচারে না হলেও জনগণের বিচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল সাইটগুলিতে ‘মোস্ট ভিউয়ার্স’এর সেরা দশজনের মধ্যে রয়েছেন তিনি। চলতি বছরে ফেসবুকে ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টেই ভিউয়ার্সের সংখ্যা সর্বোচ্চ। তবে বিশ্বের বিচারে এই তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ফেসবুক, ট্যুইটার সহ সোশ্যাল সাইটগুলি বিশেষভাবে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। তাই তার অ্যাকাউন্টে ভিউয়ার্সের সংখ্যাও অনেক বেশি। সমীক্ষায় জানা গিয়েছে, চলতি বছরে ফেসবুকে ভারতীয়দের মধ্যে বলিউড তারকার বাদে নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টেই সবচেয়ে বেশি ভিউয়ার্স রয়েছে। আবার বিশ্বের সেরা দশের তালিকায় ন’নম্বরে রয়েছেন তিনি। আর ফেসবুকে এই তালিকার শীর্ষে রয়েছেন বারাক ওবামা। নরেন্দ্র মোদী ছাড়া আরও তিন ভারতীয় ফেসবুকের সর্বোচ্চ ভিউয়ার্সের তালিকায় জায়গা পেয়েছেন। এঁরা হলেন, দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম, বলিউড অভিনেতা সালমান খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফেসবুক ছাড়া ট্যুইটারেও সর্বোচ্চ ভিউয়ার্সের তালিকায় সেরা দশে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ট্যুইটারে দশ নম্বর স্থানেই রয়েছেন তিনি। ফেসবুক, ট্যুইটার ছাড়া ইউটিউবেও রয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়া ব্যক্তিগতভাবে এবং প্রধান মন্ত্রীর দফতরের তরফেও তার অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট মারফত ভারতের জনগনের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে