বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৯:১২:২৬

সেখানেও ধনী-গরিবের বিভেদ

সেখানেও ধনী-গরিবের বিভেদ

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে জলবায়ু সম্মেলনে বড় ধরনের বিভেদ দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। ধনি ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ল্যঁহ ফাবিয়ুস বলেছেন, সম্মেলনের লক্ষ্য সফল হবার বিষয়ে তিনি এখনো আশাবাদী। কিন্তু শুক্রবারে সম্মেলন শেষ হবার আগে এ নিয়ে আরো কাজ করতে হবে। প্যারিসে সম্মেলন শেষ হবার আগে একটি চুক্তির খসড়া তৈরিতে এখন সারারাত ধরে কাজ করছেন সেখানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা। উন্নয়নশীল দেশগুলো বলছে, চুক্তিতে যেসব প্রস্তাব করা হচ্ছে তাতে ধনি দেশগুলো জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়ভার এড়িয়ে যেতে সক্ষম হবে। কিন্তু তার ফল বয়ে নিয়ে যেতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেই। অন্য কয়েকটি দেশ বলছে, জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধের ব্যপারে একটি পরিষ্কার সংকেত যদি খসড়া চুক্তিতে না থাকে তবে, শেষ বিচারে এটি ব্যর্থ হবে। তবে, ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ল্যঁহ ফাবিয়ুস বলেছেন, একটি সফল চুক্তিতে উপনীত হবার ব্যপারে তিনি এখনো আশাবাদী। এদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও, সেসব নিয়ে কাজ করার এবং ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এখনো সময় আছে। সূত্র: বিবিসি ১০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে