বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১১:২০:৩১

বিশ্বের মুসলমানদের সমর্থনের ঘোষণা জুকারবার্গের

বিশ্বের মুসলমানদের সমর্থনের ঘোষণা জুকারবার্গের

নিউজ ডেস্ক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের মুসলমানদের সমর্থন করার ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। প্যারিস ও ক্যালিফোর্নিয়া হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা যখন সমালোচিত হতে শুরু করেছে এ সময় তার এ ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে। ফেসবুকের এই কর্নধার ইসলাম ধর্মাবলম্বীদের সম্বোধন করে বলেছেন,‘আমি আমার সম্প্রদায় ও গোটা বিশ্বের

মুসলিমদের প্রতি সমর্থন ব্যক্ত করছি। প্যারিস ও ক্যালিফোর্নিয়া হামলার পর মুসলিমরা কি ধরনের আতঙ্কের মধ্যে আছে তা আমি অনুভব করতে পারছি।’ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন,‘একজন ইহুদি হিসেবে আমার কর্তব্য হচ্ছে সকল সম্প্রদায়ের বিপদে সাহায্য করা। ছোটবেলায় আমার বাবা-মা আমাকে এই শিক্ষাই দিয়েছেন।’ নিজের ফেসবুকে দেয়া ওই বিবৃতিতে তিনি আরো বলেন,‘আজকে হয়ত আমাকে কেউ আঘাত করছে না।

কিন্তু এই সম্প্রদায়ের (মুসলিম) বিরুদ্ধে যে হামলা শুরু হয়েছে একদিন তা আমাদের স্বাধীনতার ওপর আঘাত হানবে। সেদিন আমরা সবাই আহত হব।’ একই সঙ্গে তিনি এই মুসলিমদের জন্য একটি নিরাপদ বাসস্থান গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়,‘আমরা তোমাদের অধিকারের জন্য লড়ব এবং তোমাদের জন্য একটি শান্তিপূর্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য সংগ্রাম করব।’
এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে