আন্তর্জাতিক ডেস্ক: প্রতি দিন সকালেই বাড়িতে দুধ দিতে আসত এক যুবক। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চলত নির্যাতন। শেষে পুলিশি তদন্তে সামনে এল আসল ঘটনা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাজিয়াবাদের কবিনগরের এক গৃহবধূ এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগ, একাধিকবার ভয় দেখিয়ে ওই যুবক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে ওই মহিলাকে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম রোহিত বর্মা। নির্যাতিতা ওই মহিলার বাড়িতে দুধ সরবরাহ করত সে।
ওই মহিলার অভিযোগ, কয়েক দিন আগে নতুন বাইক কিনে তাঁকে চড়ার প্রস্তাব দেয় রোহিত। বাইকে করে যাওয়ার সময়ে রোহিত তাঁকে পানীয় খাওয়ায়। গৃহবধূর অভিযোগ, ওই পানীয় খাওয়ার পরেই তিনি বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে অশ্লীল ভিডিও তুলে রাখে রোহিত।
সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার পরে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত রোহিত। কয়েক দিন আগে ওই মহিলা তাঁর স্বামীকে গোটা বিষয়টি জানান। তার পরেই পুলিশের দ্বারস্থ হয় ওই দম্পতি।
অভিযুক্ত রোহিতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে কবিনগর থানার পুলিশ।-এবেলা