বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:০০:৩৯

‘এখনো জীবিত মুম্বাই হামলার মূল হামলাকারি’

‘এখনো জীবিত মুম্বাই হামলার মূল হামলাকারি’

আন্তর্জাতিক ডেস্ক : ২৬/১১ মুম্বাই হামলার মূল হামলাকারি অভিযুক্ত আজমল কসাব এখনও বেঁচে আছে। এমনই দাবি করছেন ফরিদকোটের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুদাসসির লাকভি। ওই প্রাইমারি স্কুলেই তিন বছর পড়াশুনো করেছিল আজমল কসাব। মুম্বাই হামলায় হামলাকারীদের মধ্যে একমাত্র আজমল কসাবকেই গ্রেফতার করা সম্ভব হয়েছিল। হামলার চার বছরের মাথায় ২০১২ সালের ২১ নভেম্বর পুনের সংশোধনাগারে ফাঁসি দেওয়া হয় আজমল কসাবকে। কসাবের মৃত্যুর তিন বছর পর বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের সন্ত্রাসবাদ বিরোধী আদালতে আজমল কসাব সংক্রান্ত একটি মামলা ওঠে। আদালত সূত্রে খবর, ২০১৪ সালের মে মাসে ফরিদকোট এলাকার একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ওই আদালতকে জানিয়েছিলেন যে তার স্কুলের প্রাক্তন ছাত্র আজমল কসাব এখনও বেঁচে আছে। যদিও, কিসের পরিপ্রেক্ষিতে শিক্ষক মুদাসসির লাকভি কসাবের জীবিত থাকার দাবি করছেন সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। চলতি মাসের ১৬ তারিখে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই হামলায় অভিযুক্ত আজমল কসাব লস্কর-ই-তৈবার সদস্য ছিল। ২৬/১১ হামলায় অন্য অভিযুক্ত লস্কর জঙ্গি কিউর রহমান লাকভি এবং ফরিদকোটের ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুদাসসির লাকভি একই গ্রামের বাসিন্দা বলে আদালত সূত্রে জানানো হয়েছে। সূত্র : কলকাতা ২৪। ১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে