বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৭:০১

‘ইরাকে আমরা আইএসবিরোধী যুদ্ধ করছি!’

‘ইরাকে আমরা আইএসবিরোধী যুদ্ধ করছি!’

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে তুরস্কের কয়েকশ' সেনাবাহিনী প্রবেশ করার পরথেকেই দুই দেশের মাঝে সম্পর্ক ভালাে যাচ্ছেনা। ইরাকের প্রধানমন্ত্রী বলছে তারা তুরস্কের কাছে সাহায্য চায়নি সেনাবাহিনী পাঠানোর জন্য। কিন্তু তুরস্ক বলছে তারা সাহায্য চেয়েছে। এই নিয়ে যখন দু'দেশের তর্ক চলছে তখনি তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাউদওগ্লু দাবি করেছেন, ইরাকে তার দেশের অনুপ্রবেশকারী সেনারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। উত্তর ইরাকে অবৈধভাবে সেনা পাঠানোর পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি এ দাবি করছেন। রাজধানী আঙ্কারায় ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারাজানির সঙ্গে আঙ্কারায় এক বৈঠকে এ দাবি করেন দাউদওগ্লু। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। বারাজানি বুধবার দু’দিনের সফরে আঙ্কারায় পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয় বলে তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে। ইরাক সরকারের অনুমতি না নিয়ে সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে ভারী অস্ত্রে সজ্জিত ১৫০ সেনা পাঠিয়েছে তুরস্ক। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী এ পদক্ষেপের ফলে যখন বাগদাদ-আঙ্কারা সম্পর্কে টানাপড়েন চলছে তখন তুরস্ক সফরে গেলেন বারাজানি। সফরে তিনি দাউদওগ্লু এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পাশাপাশি দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার আন্ডার সেক্রেটারি হাকান ফিদানের সঙ্গেও সাক্ষাৎ করেন। দাউদওগ্লু দাবি করেন, উত্তর ইরাকে দায়েশ বিরোধী যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের প্রশিক্ষণের কাজে মোতায়েন তুর্কি সেনা প্রশিক্ষক দলের জীবন বিপণ্ন হয়ে পড়ায় সশস্ত্র সেনা পাঠাতে বাধ্য হয়েছে আঙ্কারা। তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘বাশিকা ঘাঁটিতে মোতায়েন প্রশিক্ষকদের হত্যা করার হুমকি দিয়েছে দায়েশ। দায়েশ নিয়ন্ত্রিত মসুল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাঁটিতে হাল্কা কিছু অস্ত্র রয়েছে।’ বারাজানি এরদোগানের সঙ্গে সাক্ষাত করতে গেলে তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, বাগদাদের অনুরোধে সাড়া দিয়ে উত্তর ইরাকে সেনা পাঠিয়েছে তুরস্ক। কিন্তু ইরাক সরকার তুরস্কের এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে