জোড়-বিজোড় ফর্মুলা শুরুর আগেই ছ’হাজার!
আন্তর্জাতিক ডেস্ক : দিনে দিনে পরিবেশ দূষণ হচ্ছে এর জন্য একটি জোরালো পদক্ষেপ নিতে হবে। কিন্তু তাই বলে ভারতের রাজধানী দিল্লির এই পদক্ষেপকে কি আপনি আজব বলবেন না? পরিবেশ দূষণ ঠেকাতে পহেলা জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে জোড়-বিজোড় ফর্মুলা৷ শুনে অবাক হবেন এই জোড়-বিজোড় ফর্মুলার মানে হলো একদিন জোড় নাম্বারের গাড়িগুলো রাস্তায় চলবে অার বিজোড় সংখ্যার গাড়িগুলো সে দিন বন্ধ থাকবে। পরেরদিন আবার তার পিবরীত ভাবে গাড়ি চলবে এরই নাম জোড়-বিজোড় ফর্মুলা৷
অর্থাৎ, নতুন নিয়মে জোড় সংখ্যার নম্বর যুক্ত গাড়ি এবং বিজোড় সংখ্যার নম্বর যুক্ত গাড়িগুলি একই দিনে পথে নামতে পারবে না৷ শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হলেও, সাধারণ মানুষকে যাতে হরান হতে না হয়, সেজন্য অতিরিক্ত ৬০০০ সরকারি বাস নামানো হবে দিল্লির রাজপথে৷
১০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�