বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৪:১৫

‘মেয়েদের হাতে মরলে ঠাঁই হবে না জান্নাতে’

‘মেয়েদের হাতে মরলে ঠাঁই হবে না জান্নাতে’

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বদ্ধমূল ধারণা, মহিলাদের হাতে মারা গেলে স্বর্গে ঠাঁই হবে না। জাহান্নমই হবে তার জায়গা। সে কারণে মহিলা দেখলেই ভীত হয়ে ওঠে আইএস। যত না মৃত্যু ভয়, তার চেয়ে অনেক বেশি ভয় নরকের দুঃস্বপ্নকে। ইসলামিক জঙ্গি সংগঠনে যারা নাম লেখায়, তাদের মগজধোলাই এভাবেই করা হয়, ইসলাম রক্ষার জন্য লড়াই করে প্রাণ দিলে, আল্লার কৃপায় স্বর্গে যাওয়ার পথ সুগম হবে। বিশ্বাসের সেই পথেই এখন বাধা হয়ে দাঁড়িয়ে কুর্দি সেনার মহিলা বাহিনী, যারা অস্ত্র হাতে সমানে পাঙ্গা নিচ্ছে আইএসের সঙ্গে। জঙ্গি দলে যারা ভিড়ে, তারা এটা জেনেই যায়, মরতে হবে। মরতে তারা ভয় পায় না। কিন্তু মহিলাদের সঙ্গে মুখোমুখি লড়াই করে যে মরতে হতে পারে, এমন ভাবনা তাদের মাথাতে আসেনি আগে। তাই কুর্দি মহিলায় ভীত, সন্ত্রস্ত আইএস। আইএসের সঙ্গে ময়দানে লড়ে এই সত্যিটা জেনে ফেলেছেন মহিলা জওয়ানরাও, বলছিলেন কুর্দিস মহিলাদের এক মিলিশিয়া কমান্ডার। এ মুহূর্তে ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াই চালাচ্ছে YPJ-এর ওমেনস প্রোটেকশন ইউনিট এবং YPG-এর পিপল'স প্রোটেকশন ইউনিটস। এ দুটো ইউনিটই সাজানো মহিলা যোদ্ধায়। একটি বিদেশি চ্যানেলকে দেয়া সাক্ষাত্‍‌কারে বেন ওয়েডেমান নামে বছর একুশের ওই কমান্ডার বলেন, আইএস বিদ্রোহীরা মনে করে, ওরা ইসলামের নামে যুদ্ধ করছে। সেই যুদ্ধে কাউকে কুর্দি মহিলা যোদ্ধার হাতে মরতে হবে, এটা ভাবলেই ওরা ভয় পেয়ে যায়। তিনি বলেন, যে কারণে মহিলা দেখে ওরা ভীত হয়ে পড়ে। এ মুহূর্তে YPG-তে আছে ৫০ হাজার যোদ্ধা, এর ২০% হলো মহিলা। এই মহিলাদের মিলিশিয়া ইউনিটটি আবার সাজানো শুধু কুর্দি মহিলায়। ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ে বড় ভূমিকা রয়েছে এই মহিলা মিলিশিয়ার। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে