শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১২:৫১:৪৮

‘মসজিদ ও ঈদগাহ সরিয়ে মন্দির নির্মাণে দাবি’

‘মসজিদ ও ঈদগাহ সরিয়ে মন্দির নির্মাণে দাবি’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিজেপি’র সিনিয়র নেতা এবং রাজ্যসভার সদস্য বিনয় কাটিয়ার রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ তুলে অযোধ্যা থেকে মুসলিমদের দাবি প্রত্যাহার করে নিতে বলছেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলছেন, ‘এটা প্রমাণ হয়েছে, অযোধ্যাতেই রামের জন্মভূমি, মুসলিমরা এর ওপর থেকে দাবি ছেড়ে দিক।’ কাটিয়ার বলেছেন, রাম মন্দির নির্মাণে তৃতীয় বিকল্প হিসেবে সরকার সংসদে আইনও তৈরি করতে পারে। তিনি মুসলমানদের অযোধ্যার পাশাপাশি, কাশীর জ্ঞানবাপি মসজিদ এবং মথুরার ঈদগাহকেও ‘খালি’ করে দেয়ার কথা বলেছেন। উত্তর প্রদেশের ফাররুকাবাদে এক অনুষ্ঠানে বিনয় কাটিয়ার বলেন, ‘আমাদের তিনটি স্থান চাই। রাম জন্মভূমি, বাবা বিশ্বনাথের কাশীতে জ্ঞানব্যাপী এবং মথুরার ঈদগাহের স্থান। এখনো অযোধ্যায় মন্দির তৈরি হয়নি। যদি সেখানে গ্রান্ড মন্দির হতো তাহলে আমরা দাবি করতাম না। জ্ঞানব্যাপীর যে স্থানে নামাজ হচ্ছে সেটি খালি করতে হবে। ওখানে নামাজ পড়া উচিত নয়। মথুরার কৃষ্ণ জন্মভূমিতে ঈদগাহ নাম দেয়া হয়েছে, এটা ঠিক নয়। আদালতও কৃষ্ণ জন্মভূমি বলে মনে করেছে। এবার এই ঈদগাহ ময়দান খালি করতে হবে।’ এছাড়া রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘মন্দির নির্মাণের জন্য তিনটি রাস্তা রয়েছে, প্রথমত সংলাপ, দ্বিতীয়ত আদালত এবং তৃতীয়ত সংসদ। এখন মুসলমানদের মেনে নেয়া উচিত এখানে মন্দির ছিল। আদালতও তাই মনে করেছে। এ নিয়ে মুসলিমদের আন্দোলন বন্ধ করে মন্দির নির্মাণে সহযোগিতা করা উচিত। এর চেয়ে ভালো ভ্রাতৃত্ব আর কিছু হতে পারে না।’ কাটিয়ার সংসদে আইন তৈরি করা প্রসঙ্গে বলেন, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আমরা সংখ্যালঘু কিন্তু তা সত্ত্বেও যদি আমাদের মনে হয় আদালতের মাধ্যমে আমাদের কাজ মিটবে না তাহলে আমরা আইনও তৈরি করতে পারি। ১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে