যে বিষয়ে মিশরের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান!
আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতি পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার বোমারু বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখাল মিশর। ইসলামাবাদে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত শেরীফ শাহিন পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী রানা তানভির হোসেইনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পাকিস্তানের কাছ থেকে বোমারু বিমান কেনার বিষয়ে আলোচলনা হয়।
এ বিষয়ে পাকিস্তানের প্রকিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে, মিশরের কাছে জেএফ-থান্ডার বিমান ও সুপার মাশাক বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। রানা তানভির এই প্রসঙ্গে জানিয়েছেন, পাকিস্তানের কাছ থেকে ২০টি সুপার মাশাক কেনার বিষয়ে ইরাক এরইমধ্যে একটি চুক্তি সই করেছে এবং তুরস্কের সঙ্গে ৫২টি সুপার মাশাক বিক্রির বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। বৈঠকে পাবিস্তান প্রতিরক্ষ মন্ত্রী মিশরের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে মিশরের রাষ্ট্রদূত জানিয়েছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি জানান, শিগগিরি মিশরের একটি প্রতিরক্ষা দল পাকিস্তানের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য এক শিল্প পরিদর্শনে আসবে।
১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ