মুম্বাইয়ে ২৬/১১ হামলার দায় স্বীকার করলেন হামলাকারি
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের মুম্বইয়ে ২৬/১১ হামলার দায় স্বীকার করল হামলার মূল ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলি। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের মুম্বই আদালতে সাক্ষ্য দেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এই সদস্য। বর্তমানে এই হামলা কারি অন্য অপরাধের দায়ে অ্যামেরিকার একটি জেলে বন্দি রয়েছেন। এছাড়া নিজের দোষ স্বীকার করার পাশাপাশি এই মামলায় সে রাজসাক্ষী হতে চেয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
প্রকাশ হওয়া ভিডিও কনফারেন্সে হেডলি জানিয়েছে, অ্যামেরিকায় সে ইতিমধ্যেই এই মামলায় নিজের দোষ স্বীকার করেছে। ভারতেও একইরকম ভাবে নিজের দোষ মেনে নেয় হেডলি। এই মামলার পরবর্তি শুনানী ২০১৬ সালের ৮ ফ্রেব্রুয়ারি।
২০১০ সালে একবার ‘এনআইএ’-র জেরার মুখে পড়ে হেডলি। সেখানে সে স্বীকার করে ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে সে বেশ কয়েকবার ভারতে আসে। বিশেষ করে পাকিস্তান থেকে ভারতের মুম্বইয়ের সম্ভাব্য যে জায়গাগুলিতে হামলা চালানো যায় তাও ঘুরে দেখে ও ছবিও তোলে হেডলি।
১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ