হ্যারিপটারের খলনায়কের চেয়েও ভয়াবহ ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক বিতর্কিত বক্তব্য করে সমালোচনা কুড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি 'হ্যারি পটার' সিরিজের লেখিকা জে কে রাওলিং বললেন, হ্যারি পটারের সিরিজের খলনায়ক ভল্ডেমর্টের চেয়েও ভয়াবহ ট্রাম্প।
মাইক্রোব্লগিয় সাইট টুইটারে তিনি লেখেন, "কি ভয়াবহ! ভল্ডেমর্টও এত খারাপ ছিল না।"
টুইটটি করার সাথে সাথেই ছড়িয়ে পরে অনলাইনে। অসংখ্যবার শেয়ার এবং রিটুইট করা হয়েছে রাওলিং-এর এই টুইট।
সম্প্রতি মুসলমানদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার দাবী জানান ট্রাম্প। তার এ বক্তব্যে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ ঠেকাতে একটি পিটিশনে সই করেছেন এক লাখেরও বেশি মানুষ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আর ভল্ডেমর্টের ব্যঙ্গাত্মক তুলনা চলছেই। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এদের মধ্যে একজন হলো পরশ্রীকাতর দানব, যার রয়েছে চরমপন্থী কিছু অনুসারী যার কেউই তার উত্তরাধিকার নয়। আরেকজন তো শুধুমাত্র এক যাদুকর।"
উইল হ্যাকনি নামে একজন বলেন, ট্রাম্পের চেয়ে ভল্ডেমর্টই মার্কিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য বেশি উপযুক্ত। রেনা নামে একজন টুইট করেন, ট্রাম্পের সঙ্গে তুলনা ভল্ডেমর্টের জন্য অপমানজনক।
১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ