শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৩:৫০

আমেরিকান ইসলামিক রিলেশন্সে পাউডার পাঠিয়ে হুমকি

আমেরিকান ইসলামিক রিলেশন্সে পাউডার পাঠিয়ে হুমকি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের এক প্রতিষ্ঠানে একটি চিঠি এবং পাউডার পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। পাঠানো ওই হিংসাত্মক চিঠি আর সাদা পাউডার পাওয়ার পর আতংক ছড়িয়ে পড়ে অত্র এলাকায়। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের প্রতিষ্ঠানটিতে আসা চিঠিতে লেখা ছিল, ‘মুসলিমরা, তোমাদের কষ্টকর মৃত্যু হোক।’ স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ (বাংলাদেশ সময় রাত ১টা) এ ঘটনার পরপরই পুরো কার্যালয়টি খালি করে ফেলা হয়। চিঠির সঙ্গে থাকা পাউডারে বিষাক্ত জীবাণু থাকতে পারে, এই আশংকায় দুইজন কর্মীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও, পরে আশংকাজনক কিছু পাওয়া যায়নি। ওই চিঠিটি পরীক্ষা করতে শুরু করেছে সেদেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোয় সন্ত্রাসী হামলার পর, মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার মুসলিম নেতারা বলছেন, এ ধরণের হুমকি নতুন নয়, কিন্তু প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই প্রবণতা আরো বেড়েছে। সূত্র: বিবিসি ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে