শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০১:০৫:৩৫

এবার হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় সেই প্রেসিডেন্ট

এবার হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় সেই প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলির আরেক নাম দ্যা বুলডোজার।কারণ তিনি তার কাজ নিয়ে ধানাইপানাই করেন না। কথা বলেন সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। ক্ষমতা গ্রহণ করেই মাগুফুলি কলমের এক খোঁচায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন।বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট। তিনি জানান, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। তিনি বলেন, দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত, তখন এত অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই। আড়ম্বরের পরিবর্তে তিনি যেটা করেছেন তা খুবই চমকপ্রদ। স্বাধীনতা দিবসে তিনি ঝাড়ু হাতে বেরিয়ে পড়েছেন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে।নিজের হাতে পরিস্কার করেছেন রাস্তাঘাটের ময়লা। তার সাথে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী শহর দার এস সালামের হাজার হাজার মানুষ। সূত্র : বিবিসি ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে