জনগণের কাছে প্রেসিডেন্টের প্রতিজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক : ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে নেমেছেন এক প্রেসিডেন্ট! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও কিন্তু ঘটনা সত্যি। এমন বিরল ঘটনার দৃষ্টান্ত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলি।
মাগুফুলি আরেক নাম দ্যা বুলডোজার। দেশটির স্বাধীনতা দিবসে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ঝাড়ু হাতে বেরিয়ে পড়েছিলেন । খবর : বিবিসি
খবরে বলা হয়, বুলডোজার তার কাজ নিয়ে কখনই ধানাইপানাই করেন না। কথা তার সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য জনগণের কাছে প্রতিজ্ঞা করেছেন তিনি।
ক্ষমতা গ্রহণের পর থেকেই কলমের এক খোঁচায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাঁকজমকে কাটছাঁট করেছেন মাগুফুলি। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট।
মাগুফুলি বলেছেন, অপব্যয় করার অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই।
দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদুস্ত তখন এত অর্থ ব্যয় করার কনো যুক্তিকতা নেই।
দিবসটি আড়ম্বরের পরিবর্তে যেটা করেছেন তিনি তা খুবই চমকপ্রদ। স্বাধীনতা দিবসে নিজ হাতে ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়েন প্রেসিডেন্ট প্রাসাদ থেকে। তিনি পরিষ্কার করেছেন রাস্তাঘাটের ময়লা। তার সঙ্গে এ শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দারুস সালামের হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মাগুফুলি সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন।
১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�