শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৫:৪৫

‘ভারত-পাকিস্তানের মধ্যে ‍যেকোন সময় যুদ্ধ লাগতে পারে’

‘ভারত-পাকিস্তানের মধ্যে ‍যেকোন সময় যুদ্ধ লাগতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে যে কোনো ধরণের সন্ত্রাসী হামলার কারণে অনিচ্ছাকৃতভাবে হলেও পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। আর সেটা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্ল্যাংকেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেনতিনি, ‘দুর্ঘটনা অনিচ্ছাকৃতভাবেই ঘটে থাকে। আর সেটার ওপর কারো নিয়ন্ত্রণ থাকে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিবেচনায় এ ধরনের ঘটনার প্রেক্ষাপট অনেক বেশি গুরুত্ববহ। ভারত ও পাকিস্তান তাদের মধ্যে যোগাযোগ করতে পারে, টেনশন কমিয়ে আনতে পারে এবং অনেক ভালো সমঝোতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারে।’ সাবেক আইনজ্ঞ ও সাংবাদিক ব্ল্যাংকেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রিন্সিপাল ডেপুটি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত। এর সঙ্গে সম্পৃক্ত ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র – এমনকি সারাবিশ্ব। তিনি বলেন, ‘এ জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া।’ সূত্র : ডন ১২ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে