শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৫:২৯

বিমানবন্দরে হামলা, নিহত ৫০

বিমানবন্দরে হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের বিমানবন্দরে তালেবান হামলা চালায়। এই হামলায় এখন পর্যন্ত পাওয়া খবরে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানা যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন সেনাবাহিনীর সদস্য এবং দুই জন পুলিশ রয়েছে। আর বাকি ৩৮ জনই বেসামরিক ব্যক্তি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়। বিবৃতিতে জানানো হয়েছে, তালেবান হামলায় ১৭ সেনাবাহিনীসহ মোট ৩৭ জন আহত হয়েছে। পশ্চিমা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘দক্ষিণাঞ্চলে কোনো সামরিক স্থাপনার ওপর আমাদের দেখা এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি।’ এর আগে, মঙ্গলবার শেষ বেলায় ১১ তালেবান যোদ্ধা কান্দাহারের সুরক্ষিত ন্যাটো বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে পণবন্দী করে। তবে আফগান নিরাপত্তা বাহিনী সে হামলা প্রতিহত করে এবং সব তালেবান মারা যায়। বুধবার রাত পর্যন্ত চলেছে সে লড়াই। সাম্প্রতিক মাসগুলোতে তালেবানরা এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়ে সফলতা পেয়েছে। আর তাই ধারণা করা হচ্ছে এই হামলার তারা আরো কিছুদি চালিয়ে যাবে। তাদের টার্গেট ভূক্ত দেশগুলোর নির্দিষ্ট স্থানগুলোতে এই হামলা চালাবে বলেও জানা যায়। ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে