চীনের শীর্ষ ধনী নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন কুও গুয়াংচ্যাং-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই রহস্যজনক নিখোঁজ হবার ঘটনার পর জল্পনা চলছে যে হয়তো পুলিশ তাকে আটক করেছে। গত আগস্ট মাসে মি. কুওকে একটি দুর্নীতির মামলায় জড়িত করা হয়। মি. কুও-র বয়েস মাত্র ৪৮, কিন্তু তার ব্যবসার সাম্রাাজ্য এর মধ্যেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ফোর্বস ম্যাগাজিনের অনুমান, তার মোট সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার, এবং তিনি ফরাসী হলিডে ফার্ম ক্লাবমেডও নিয়ন্ত্রণ করেন। বিনিয়োগের প্রতি তার উৎসাহের জন্য তাকে বলা হয় চীনের ওয়ারেন বাফেট। চীনের একটি সাময়িকী বলছে, মি. কুওর কোম্পানি ফোসুন ইন্টারন্যাশনাল বলেছে, তারা বৃহস্পতিবারের পর থেকে তার সাথে কোন যোগাযোগই করতে পারে নি। কোম্পানিটি শুক্রবার হংকং স্টক এক্সচেঞ্জকে বলেছে তারা যেন ফোসুম কোম্পানির শেয়ার বেচাকেনা বন্ধ রাখে। সূত্র : বিবিসি।
১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�