ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রথম প্রতিষেধক তৈরি করেছে মেক্সিকো। এটি এখন ব্যবহারের অনুমোদনও দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে দেশটিতে প্রায় ৪০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে।মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ডেঙ্গু জ্বরের ভাইরানের প্রসার ঠেকানোর কাজে মেক্সিকো ফ্রান্সসহ অন্য সব দেশের তুলনায় এগিয়ে গেলো।’
‘ডেংভ্যাক্সিয়া’ নামের প্রতিষেধক ওষুধটি তৈরি করেছে ফ্রান্সের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি। সানোফি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষেধকটি তাদের ২০ বছরের গবেষণার ফসল।
ডেঙ্গু মশাবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রতি বছর বিশ্বব্যাপী এ রোগে আক্রান্ত হয় ৪০ কোটিরও বেশি মানুষ। তাদের মধ্যে ২২ হাজারেরও বেশি মারা যায়।
গ্রীষ্মপ্রধান এবং ক্রান্তীয় দেশগুলোতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। অন্যদিকে আক্রান্তদের অধিকাংশই থাকে শিশু। তাই আপাতত শুধু শিশুদেরকেই ডেঙ্গুর প্রতিষেধক টিকা দেওয়া হবে। শুধু সেসব অঞ্চলের ৪৯ বছরের কমবয়সী প্রাপ্তবয়স্করা টিকা নেওয়ার সুযোগ পাবে যেখানে ডেঙ্গুর বিস্তৃতি অনেক আগে থেকেই।
সূত্র: চ্যানেল আই
১২ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল