শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৯:২২

বেপরোয়া চালককে পথচারীর উচিত শিক্ষা

বেপরোয়া চালককে পথচারীর উচিত শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : চালকের আসনে বসে গাড়ি চালানোর সময় বেপরোয়া হয়ে পড়েন অনেকেই। আর তখন পথচারিদের তার কাছে নেহাতই রাস্তার ধূলো-ময়লা মতো মনে হয়। সেজন্যই খবরের পাতায় চোখ রাখলে নিত্যদিন দেখা যায় রেষারেষি, পথচারীকে পিষে দেওয়া, বাইক আরোহীর মৃত্যুর মতো নানা দুর্ঘটনার খবর। সেরকম এক বেপরোয়া চালককে উচিত শিক্ষা দিলেন এক পথচারী। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর জানা যায়। ইন্টারনেটে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, মেক্সিকোর ব্যস্ত রাস্তায় ট্র্যাফিক সিগন্যাল বন্ধ থাকায় একটি গাড়ি জেব্রা ক্রসিং-এর উপর এসে দাঁড়িয়েছে। এমন ঘটনা মেক্সিকো কেন, যেকোনও জায়গাতেই দেখা যায়। যে জন্য জেব্রা ক্রসিং দিয়ে পারপার করার সময়ও আর নিশ্চিন্ত হতে পারেন না পথচারীরা। কিন্তু, বেপরোয়া চালকের সঙ্গে মুখ না লড়িয়ে চুপচাপ প্রাণ হাতে করেই রাস্তা পারাপার করেন বেশিরভাগ মানুষ। মেক্সিকোর এক যুবক কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। ভিডিয়োটিতে দেখা গেছে, জেব্রা ক্রসিং-এ উঠে পড়া গাড়িটির সামনে সটান দাঁড়িয়ে পড়েন যুবকটি। সিগন্যাল ছেড়ে দেওয়ার পরও তিনি একচুল না সরায়, পিছু হঠতে বাধ্য হন চালক। একইভাবে আরও একটি গাড়ির চালককে সবক শেখান পথচারী ওই যুবকটি। ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে