বাবার শ্রদ্ধায় যুবরাজের সাইকেল শোবাযাত্রা
আন্তর্জাতিক ডেস্ক : রাজপ্রাসাদ ছেড়ে জনসাধারণের মাঝে নেমে আসবেন স্বয়ং যুবরাজ। থাইল্যান্ডের অসুস্থ রাজার প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন তার ছেলে যুবরাজ মহা বজিরালংকর্ণ। অসুস্থতার কারণে গত দুই বছর প্রায় হাসপাতালেই কাটাচ্ছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল অদুল্যদেজ। বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তার আরোগ্য কামনায় বিশাল সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন ৬৩ বছর বয়সী যুবরাজ মহা বজিরালংকর্ণ। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খরব জানা যায়।
জানা গিয়েছে, শুক্রবার হলুদ পোশাকে সজ্জিত কয়েক লক্ষ ভক্ত অনুরাগীর সঙ্গে মোট ২৯ কিমি দীর্ঘ যাত্রায় আংশগ্রহণ করবেন তিনি। এদিন সকালে মধ্য ব্যাঙ্ককের রয়াল প্লাজায় একত্রীত হয়েছিলেন শোভাযাত্রায় আংশগ্রহণ কারীরা। রাজার প্রতি সম্মান প্রদর্শনে রাজকীয় হলুদ রঙের পোশাকে সেজে হাজির ছিলেন অগণিত সাইকেল আরোহী।
উল্লেখ্য, গত শনিবার রাজা ভূমিবলের জন্মদিনটি পালিত হয়েছে প্রায় বিনা আড়ম্বরে। তবে টেলিভিশন চ্যানেলের সঞ্চালকরা সেদিন হলুদ পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। গত অাগস্ট মাসে এমনই এক সাইকেল শোভাযাত্রায় সামিল হয়েছিলেন যুবরাজ। তার মা তথা থাইল্যান্ডের মহারানির সম্মানে সেই র্যালিতে যোগ দিয়েছিলেন মোট ১,৩৬,৪১১ জন। আয়োজকদের আশা, এদিনের মিছিলে আরও বেশি মানুষ জড়ো হবেন।
প্রসঙ্গত, ১৮ মাস আগে সেনা অভ্যুত্থানে থাইল্যান্ডের গণতান্ত্রিক সরকারের পতন হয়। শোভাযাত্রার মাধ্যমে দেশে ঐক্যের বার্তাও ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন যুবরাজ মহা বজিরালংকর্ণ।
১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�