শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৪:২৩

আইএস আক্রান্ত সিরিয় বাহিনী উল্লসিত

আইএস আক্রান্ত সিরিয় বাহিনী উল্লসিত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সেনাবাহিনী দুই সপ্তাহে সন্ত্রাসীদের এক হাজার সাড়ে তিনশ’র বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। গত মাসের শেষ থেকে চালানো দেশব্যাপী অভিযানে এসব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মেহবুব। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তিনি সাংবাদিকদের বলেন, গত মাসের ২৭ তারিখ থেকে গতকাল (১০ ডিসেম্বর) পর্যন্ত সিরিয় বাহিনী ৩৬০টি'র বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের ১৩৭৫টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। এই প্রথম একসাথে এতো স্থাপনার ধ্বংস করতে পেরে উল্লসিত সিরিয় বাহিনী। দামেস্ক, হোমস, হামা, আলেপ্পো, ইদলিব, দিয়ার আজ-জোহর এবং লাতাকিয়ার গ্রামাঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়। এতে সন্ত্রাসীদের অন্তত চার কমান্ডার নিহত হয়েছে এবং একটি কমান্ড সেন্টার গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া, আলেপ্পোর যেইতান এবং আল-হামারাসহ অন্যান্য শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয় সরকারী বাহিনী। সিরিয় বাহিনীর অগ্রাভিযানের মুখে সন্ত্রাসীরা তুরস্ক সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময়ে অনেক সন্ত্রাসী নেতাদের পরিবার-পরিজনকেও তারা সাথে নিয়ে গেছে। ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে