৩২ লাখ টাকার চিকেন উইংস চুরি করে বেকায়দায় পিতা-পুত্র
আন্তর্জাতিক ডেস্ক : ৩২ লাখ টাকার চিকেন উইংস চুরি করে বেকায়দায় পিতা-পুত্র। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ওই পিতা-পুত্রের বিরুদ্ধে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩২ লাখের চিকেন উইংস চুরির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে।
নিউইয়র্কের যে রেস্তোরাঁয় তারা দু’ জন কাজ করতেন, সেখান থেকেই এ বিপুল পরিমাণ চিকেন উইংস চুরি করা হয়।
এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পল রোজেক (৫৬) ও জশুয়া রোজেক (৩৩) উভয়েই ছিলেন নিউইয়র্কের টোয়াইন ট্রিজ টু রেস্টুরেন্টের রাঁধুনি। এ দু’ জনের বিরুদ্ধেই বিপুল পরিমাণ চিকেন উইংস চুরি করে কমদামে বিক্রি করে দেয়ার অভিযোগ এনেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
স্থানীয় পুলিশ বিভাগের মুখপাত্র জন সিবার বলেন, ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে চিকেন উইংস চুরি করে বিক্রি করে দিয়েছেন পিতা-পুত্র, যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ডলার।
তবে এবারই প্রথম নয় তাদের বিরুদ্ধে এমন চুরির অভিযোগ আগেও উঠেছিল। ২০১৪ সালে আরেকটি রেস্তোরাঁ থেকে উইংস চুরির দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�