বর অঙ্কে কাঁচা, তাই বিয়ে ভেঙে দিল পাত্রী
আন্তর্জাতিক ডেস্ক : লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে। ছোটবেলার এই ছড়া একটু পাল্টে বলা যেতেই পারে, 'লেখাপড়া করে যে, ভালো বউ পায় সে।' অন্তত উত্তরপ্রদেশের গুলআরিয়াপুরের ওমভির সিং-এর ক্ষেত্রে কথাটা বড় নির্মমভাবে সত্যি। লেখাপড়া না জানায় বিয়েটাই ভেস্তে গেল তার। বিয়ের মণ্ডপে এসে বাধা হলো অঙ্ক। ইস্কুলের গণ্ডী ডিঙিয়ে বিয়ের মণ্ডপেও যে অঙ্ক তাড়া করবে, তা বুঝতে পারেনি ওমভির। অঙ্ক না পারায় মাস্টারমশায়ের হাতে চড়-লাঠিপেটা তবু সহ্য করা যায়, কিন্তু বিয়ের কনে আঙুল উঁচিয়ে অঙ্ক ধরবে, তা কী করে মেনে নেওয়া যায়! কী আর করা যাবে, হবু বউয়ের অঙ্কের প্রশ্নে ডাহা ফেল করায় বিয়েটাই ভেস্তে গেল ওমভিরের। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
গুলআরিয়াপুরের শ্রী কৃষ্ণ বাবু সাক্সেনার মেয়ে খুশবুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওমভিরের। আলো জ্বালিয়ে, ব্যান্ড বাজিয়ে বিয়ে করতেও এসেছিল সে। কিন্তু ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করা খুশবু তার হবু বরের পেটে কতটা বিদ্যে আছে, তা একটু পরীক্ষা করে দেখে নিতে চায়। ব্যস, ওখানেই সব শেষ। পরীক্ষা করে খুশবু টের পায় যে ওমভির নয়ের বেশি আর গুনতেই পারে না। মোবাইলে ফোন নম্বরও ঠিকমতো ডায়াল করতে পারে না সে। সঙ্গে সঙ্গেই বিয়ে বাতিল করে দেয় খুশবু।
ওমভির মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলেও অভিযোগ করেছেন খুশবুর পরিবার। যে ঘটক এই বিয়ে ঠিক করেছিল, সে মেয়েপক্ষকে দূর থেকে ওমভিরকে দেখিয়েছিল, কাছাকাছি গিয়ে কোনও কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছেন তারা। এরকম পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করায় সবার সামনেই মেয়ের কাছে ক্ষমা চেয়ে নেন কৃষ্ণ বাবু সাক্সেনা।
যে দেশে এখনও পাত্রীর মতামতের তোয়াক্কা না করে বিয়ে ঠিক হয়ে যায়, পাত্র যেমনই হোক, 'কন্যাদায়' থেকে মুক্ত হওয়াই মেয়ের পরিবারের একমাত্র লক্ষ্য হয়, সেখানে উত্তর প্রদেশের এই প্রত্যন্ত গ্রামে খুশবুর জোরালো পদক্ষেপ কুর্নিশের দাবিদার নিশ্চয়।
১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�