শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৬:০০

পুতিনের হুমকি

পুতিনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াকে জঙ্গিবাহিনী আইএসের হাত থেকে রক্ষা করতে উঠেপড়ে লেগেছেন। তার নির্দেশে একের পর এক আইএস স্থাপনা ধ্বংস করে যাচ্ছে রুশ সামরিক বাহিনী। আর তাই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর জন্য হুমকি সৃষ্টিকারী সব শক্তিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ (শুক্রবার) মস্কোয় এক প্রতিরক্ষা বৈঠকে এ কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। পুতিন বলেন, সিরিয়ায় রুশ সামরিক বাহিনী বা স্থল স্থাপনার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো শক্তিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দিতে হবে। সিরিয়ার আকাশে রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার ঘটনা নিয়ে যখন তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে তখন এ নির্দেশ দিলেন তিনি। গত ২৪ নভেম্বর তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আকাশে এসইউ-২৪এম বিমানকে ভূপাতিত করা হয়। এদিকে, মস্কোয় আজকের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এ পর্যন্ত সিরিয়ায় চার হাজার দফা বিমান অভিযান চালিয়েছে রুশ বিমান বাহিনী। এ সব অভিযানে প্রায় আট হাজার সন্ত্রাসী স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। দামেস্কের অনুরোধে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে বিমান অভিযান শুরু করেছে রাশিয়া। ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে