এবার অনলাইনে বিক্রি হচ্ছে গোবর ও গোমূত্র!
আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে কেনাকাটা করতে চাইছেন? কী কিনতে চইছেন? কী কী মেলে ইন্টারনেটে? জামা কাপড়, ফোন, ঘড়ি, খেলনা, সাজগোজের সামগ্রী, গোবর...শেষ নামটা শুনে চমকালেন বুঝি? চমকাবেন না।
ভারতে ই-কমার্স সাইটগুলোতে এখন রমরম করে বিক্রি হচ্ছে গোবর। আরও ভাল করে বললে, ঘুঁটে। অ্যামাজন ইন্ডিয়ায় ১১টা ঘুঁটের দাম ১২০টাকা। সাইটগুলোর দাবি সব ঘুঁটেই ১০০% খাঁটি। প্রতিটার ওজন ২০০ গ্রাম। কেউ কেউ কেউ আবার এক প্যাকেটে ২৪টা ঘুঁটের অফার দিচ্ছেন।
দাম আরও কিছুটা সস্তা। মাত্র ১৫০। পাওয়া যাচ্ছে, চারটে, ছ’টার প্যাকেটও। দরকার শুধু ইচ্ছা মাফিক বেছে নেওয়ার। অর্ডার দিলেই এক দু’দিনের মধ্যেই বাড়িতে চলে আসবে প্যাকেটে মোড়া ঘুঁটে।
মজার ব্যাপার উত্সবের মরসুমে চুটিয়ে বিক্রি করতে এই প্যাকেট করা ঘুঁটে। পুজা-আচ্চায় যজ্ঞের জন্য গোয়াল থেকে গোবর জোগাড় করে আনা বেশ ঝকমারি। শহরে ঝাঁ চকচকে বহুতলের জঙ্গলে গোয়াল এখন বিরল বিষয়।
সহজেই যদি অনলাইনে ‘বিশুদ্ধ’ গোবরের সন্ধান মেলে কে আর কষ্ট করে গোয়ালে ছোটে! ক্রেতারাতো বেজায় খুশি। ই-কমার্স সাইটগুলোতে ক্রেতাদের প্রতিক্রিয়াও বেশ ইন্টারেস্টিং। অনেকেই দাবি করেছেন, যজ্ঞে এই ‘পবিত্র’ গোবরের ব্যবহারে তাদের উত্সব আরও জমে উঠেছে। অবিশ্যি, গোবর যদি বেশ খানিকটা শুকনো লাগে, চিন্তা নেই, অনলাইনে মিলছে বোতল বন্দি খাঁটি গোমূত্রও।
১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস