শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৬:৪০

বাবাকে সেদিন পিষে মারলো কে?

বাবাকে সেদিন পিষে মারলো  কে?

আন্তর্জাতিক ডেস্ক : বেকসুর সালমান খান। রায় ঘোষণার পর নীরবে চোখের জল ফেলেছেন। শহর মুম্বাইয়ের মালওয়ানি বসতিতেও চোখের জল ফেলেছেন ফিরোজ শেখ। তবে সেখানে কোনও ক্যামেরা ছিল না। ২০০২–এর ২৮ সেপ্টেম্বর পশ্চিম বান্দ্রার এক বেকারি লাগোয়া ফুটপাথে সেখানকারই ঘুমন্ত এক কর্মীকে পিষে মারে অভিনেতার গাড়ি। মৃত সেই ব্যক্তি নুরুল্লা শরিফ খানের ছেলে ফিরোজের প্রশ্ন, ‘সালমমান যদি নির্দোষই হন, তাহলে আমার বাবাকে কে মারল?’ সালমানের লাখ লাখ ভক্তের একজন ফিরোজ। আজও নিয়মিত সালমানের ছবি দেখেন। এমনকী অভিনেতার ছাড় পাওয়া নিয়েও তার ক্ষোভ নেই। ফিরোজ জানালেন, ‘সালমানকে আমি ক্ষমা করে দিয়েছি। তবে সত্যিটা জানতে চাই। আমার বাবাকে কে মারল?’ গত ১৩ বছর ধরে তার জবাব খুঁজে বেড়াচ্ছেন ফিরোজ, আজ যিনি বছর পঁচিশের যুবক। বাবার হঠাৎ মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে সংসার চালানোর ভার নেমে আসে তার কাঁধে, সেই বালক বয়সে। আপাতত ফিরোজের একটাই আশা, যদি মুখ তুলে তাকান সালমান। যদি আর্থিক ক্ষতিপূরণ দেন। ফিরোজ জানালেন, ‘আমাকে প্রায় অশিক্ষিতই বলা যায়। যদি কিছু ক্ষতিপূরণ পাই, তাহলে আমার ছেলে দুটোকে অন্তত লেখাপড়া শেখাতে পারি।’ ১২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে