শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৩৬:১৭

পাকিস্তান আক্রমণের সংকেত? জোরদার মহড়া যুদ্ধ বিমানের!

পাকিস্তান আক্রমণের সংকেত? জোরদার মহড়া যুদ্ধ বিমানের!

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ ঘন্টাই কাটেনি কাশ্মিরের পুলওয়ামার জঙ্গিহানার। কিন্তু পালটা দিতে এরই মধ্যে জোরদার মহড়ায় নেমে গেল ভারতীয় বিমান সেনা। পোখরাণে বিমান সেনার সেই মহড়ায় অংশ নিয়েছে ১৩৮টি যুদ্ধবিমান। 

আর এই মহড়াতেই বিশেষজ্ঞরা পাকিস্তান আক্রমণের সংকেত দেখছেন।  একের পর এক বোমা ছুঁড়ে ফেলা হচ্ছে উঁচু থেকে পোখরাণের মাটিতে। বিদ্যুৎ গতিতে উড়ে চলেছে মিগ, তেজস্ব, সুখোই, তেজস্বের মত ভারতের বিধ্বংসী যুদ্ধবিমান। রয়েছে মিগ- ২১ ২৭ ২৯ ছাড়াও জাগুয়ার, সুখোই, তেজস। 

মহড়াটির নাম দেওয়া হয়েছে বিমান শক্তি ২০১৯৷ সেখানে উপস্থিত আছেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতও। পুলওয়ামার ঘটনার পরই সেনার তরফে ঘোষণা করা হয়েছিল, যোগ্য জবাব দেওয়া হবে এই হামলার। এই মহড়া তারই প্রস্তুতি বলে মত অনেকের।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, যে জঙ্গি সংগঠনই এই কাজ করে থাকুক না কেন, যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, শাস্তি তারা পাবেই। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কখন, কোথায় কীভাবে জবাব দেওয়া হবে, তা ঠিক করবে সেনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে