শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ১১:২৯:২৪

প্যারিস সম্মেলনে সমঝোতা

প্যারিস সম্মেলনে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু নিয়ে প্যারিসে আলোচনায় চূড়ান্ত বিষয়বস্তু নিয়ে ঐকমত্য হয়েছে বলে জানা গেছে। কপ২১ সম্মেলনে প্রায় দুই সপ্তাহব্যাপী কঠিন আলোচনার পর এ খবর এলো। শনিবার মন্ত্রীদের বৈঠকে খসড়া চুক্তি উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও এটি একদিন আগে শুক্রবারই উপস্থাপনের কথা ছিল। তবে খসড়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ কমাতে একটি চুক্তিতে পৌঁছাতে প্যারিসে দুই শত দেশ অংশ নিয়েছে। আলোচনা শেষে সবচেয়ে বড় বাধা ছিল ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খাপ খাওয়াতে যে কোটি কোটি ডলার দিবে তা কিভাবে বণ্টন করা হবে। শেষ মুহূর্তের দরকষাকষির পর যে সমঝোতা হয়েছে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। সূত্র: এপি ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে