শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৯:১৮

কূটনৈতিক পাড়ায় হামলা

কূটনৈতিক পাড়ায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক জোনে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। সেখানকার একটি বিদেশী অতিথিশালায় চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। স্পেনের দূতাবাসেও হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর এলেও, স্প্যানিশ প্রধানমন্ত্রী সে তথ্য নাকচ করে দিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তবে হামলায় স্প্যানিশ দূতাবাসের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। তালেবান দাবি করেছেন, শহরের শেরপুর এলাকায় তারা একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আফগান পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় এখনো তালেবান সদস্যরা লুকিয়ে রয়েছেন বলে ধারণা করছেন। তাদের সন্ধানে অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। সম্প্রতি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্থানে তালেবান হামলা বেড়েছে। মঙ্গলবারই কান্দাহার বিমানবন্দরে তালেবানের একটি হামলায় অন্তত ৫০জন নিহত হয়। ১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে