শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩২:৩৩

আইএসকে বাঁচিয়ে রেখেছে তুরস্ক: আসাদ

আইএসকে বাঁচিয়ে রেখেছে তুরস্ক: আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : আইএসের মতো সন্ত্রাসিদের বাঁচিয়ে রেখেছে তুরস্ক৷ আইএস অনেক আগেই ধ্বংস হয়ে যেতো রাশিয়াসহ আমাদের বন্ধু দেশগুলো যে ভাবে তাদের হামলা চালাচ্ছে এতোদিনে তাদের নিশানা খুজে পাওয়া যেতোনা। স্পেনের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ৷ জঙ্গিদের সঙ্গে তেল বাণিজ্যের জন্য আংকারার নিন্দা করেছেন তিনি৷ রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তুরস্ক যে ভাবে বারবার তেল-বাণিজ্যের কথা অস্বীকার করছে, সে সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসাদ৷ তিনি বলেন, ‘সিরিয়ার তেলের পুরো অংশই পাওয়া যায় উত্তরাঞ্চলে৷ সেই তেল ইরাকে বিক্রি করা অসম্ভব৷ কারণ আইএসের বিরুদ্ধে লড়াই চলছে৷ সিরিয়ার ভিতরেও একই কথা৷ লেবাননে বিক্রি করাও অসম্ভব কারণ, দূরত্ব৷ দক্ষিণে জর্দানও অনেক দূরে। আমার মনে হয় তুরস্কের জড়িত থাকার বিষয়ে কারও কানও সন্দেহ নেই৷’ বাশার-আল আসাদ বলেন, বেশকিছু ছবি এবং গত সপ্তাহে রাশিয়া যে ভিডিও প্রকাশ করেছে তা থেকে আমরা নিশ্চিত, আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকেই তেলের ট্রাক তুরস্কে যাচ্ছে। প্রেসিডেন্ট আসাদ জোর দিয়ে বলেন- সৌদি আরব, তুরস্ক ও কাতার যদি সমর্থন না দিত তাহলে এই সন্ত্রাসীরা কখনো সিরিয়ায় তাদের সহিংসতার বিস্তার ঘটাতে পারত না। সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে আসাদ বলেন, ভিয়েনায় অনুষ্ঠিত দুই দফা বৈঠক সফল হতে পারত যদি কিনা সন্ত্রাসী ও সত্যিকার বিরোধীদেরকে আলাদা করা যেত। ১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে