শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৩৬:৩৬

যুদ্ধের প্রস্তুতি, স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিল পাকিস্তান

যুদ্ধের প্রস্তুতি, স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামা হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে বদলা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যুদ্ধের জন্য ভারত-পাকিস্তান উভয়েই হুঁশিয়ারি দিয়ে চলেছে। কোন পথে বদলা নেওয়া হবে, তা এখনও তা সাধারণ জনগণের কাছে স্পষ্ট নয়। তবে সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বেশ পরিষ্কার।

ভারতীয় গণমাধ্যমের খবর, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে জারি করা হয়েছে গোপন নির্দেশিকা। যে কোনও মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে। এমন নোটিশ জারি করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে। পাক সেনার শেলিং-এর জবাবও দিয়েছে ভারত। তারপরই জারি হয় এই নির্দেশ।

গ্রামবাসীদের বলা হয়েছে, তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনও সরকারি ভবনে আশ্রয় নেয়। গত দু’দিনের শেলিং-এ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভারতে তেমন কোনও ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে। তবে ভবিষ্যতে তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সীমান্তের কাছে অন্তত ৮৩০ জন বসবাস করেন। গত কয়েক বছরে তাদের একাধিকবার ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। গ্রামবাসীদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন রাজৌরির ডেপুটি কমিশনার মহম্মদ আয়াজ আসাদ।
ফাইল ছবি

অন্যদিকে, সীমান্ত সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানও। বাংকার বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে পাকসেনার তরফে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে