শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৯:১০:৫৩

যুক্তরাষ্ট্রের কলঙ্ক ট্রাম্প : সৌদি প্রিন্স

 যুক্তরাষ্ট্রের কলঙ্ক ট্রাম্প : সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করার প্রস্তাব দেয়ায় এক বিত্তশালী সৌদি প্রিন্স ডোনাল্ড ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের কলঙ্ক’ বলে বর্ণনা করেছেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাব দেয়ার পর থেকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল তার টুইটার অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে ‘আমেরিকার কলঙ্ক’ বলে মন্তব্য করেন। তিনি মিস্টার ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থী হওয়ার চেষ্টা বাদ দেয়ারও পরামর্শ দেন। কারণ তার মতে, ডোনাল্ড ট্রাম্প কখনোই নির্বাচনে জিততে পারবেন না। উল্লেখ্য, সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আরব বিশ্বের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি। তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তবে ডোনাল্ড ট্রাম্প সৌদি প্রিন্সের এ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে একজন ‘নির্বোধ ব্যক্তি’ বলে তিরস্কার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, সৌদি প্রিন্স ‘বাবার টাকা’ ব্যবহার করে মার্কিন রাজনীতিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে