শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৯:২১:০৩

যেকোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ!

যেকোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে যে টেনশন তৈরি হয়েছে তা থেকে যেকোনো সময় ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে। এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মার্ক ড্যানকফ। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য এখনো আমেরিকা ষড়যন্ত্র করছে। এ কথা বলে পেন্টাগনের এ কার্যকলাপকে সরাসরি ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন মার্ক ড্যানকফ। এই বিপজ্জনক পরিস্থিতি আগামীদিনে রাশিয়া ও আমেরিকাকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ রাজনৈতিক বিশ্লেষক। গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মাইকেল ফ্লিন দাবি করেছেন, ২০১১ ও ২০১২ সালে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসের প্রাথমিক উত্থান সম্পর্কিত সতর্কতায় কান দেননি প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কারণ মাইকেল ফ্লিনের মতে, বিষয়টি তার পুনঃনির্বাচনের ক্ষেত্রে মোটেই উপযুক্ত ছিল না। এ সম্পর্কে মার্ক ড্যানকফের মন্তব্য, সিরিয়ায় বাশারবিরোধী বিদ্রোহীদের উত্থান সম্পর্কিত বিষয়ে কান না দেয়া মোটেই ভুল চাল ছিল না, বরং বারাক ওবামা ইচ্ছা করেই তা উপেক্ষা করেছেন। বিষয়টির সঙ্গে আমেরিকা, সৌদি আরব ও তুরস্ক প্রথম থেকেই জড়িত। এ প্রসঙ্গে ড্যানকফ ইজরায়েলকেও ছাড়েননি৷ তিনি বলেন, ইজরায়েল বহুকাল আগে থেকেই সিরিয়ায় আসাদ জমানার পরিবর্তন চায়, সেই কারণে এ ষড়যন্ত্রের অংশীদার হিসেবে সৌদি আরব এবং তুরস্কের এরদোগানের সঙ্গে তারাও হাত মিলিয়েছে। সূত্র : কলকাতা২৪ ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে