রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:৪৮

অনেক সদস্যই গো-মাংস খায় : আরএসএস নেতা

অনেক সদস্যই গো-মাংস খায় : আরএসএস নেতা

আন্তর্জাতিক ডেস্ক : গো-মাংস খাওয়া এবং না খাওয়া নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন আরএসএস নেতা মনমোহন বৈদ্য। তিনি জানালেন, আরএসএস-এর বহু সদস্যই গো-মাংস খান। তার মতে, গো-মাংস খেলেও আরএসএস করা যায়। ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত খবর অনুষায়ী, সম্প্রতি, সংগঠনের কর্মসূচিতে অরুণাচল প্রদেশে গিয়েছিলেন সর্বভারতীয় প্রধান প্রচারক মনমোহন বৈদ্য। সেখানে সাংবাদিক সম্মেলনে এসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেন তিনি। জানান, আরএসএস কখনই মানুষের খাদ্যাভাসে হস্তক্ষেপ করে না। কিন্তু, তিনি এ-ও জানান, গো-মাংস খাওয়াটা এদেশে বৃহত্তর অংশের খাদ্য তালিকায় পড়ে না। কিন্তু এরপরই চাঞ্চল্যকর তথ্য পেশ করেন মনমোহন। জানান, অরুণাচল প্রদেশেও গো-মাংস খাওয়াটা সে রাজ্যের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যেই পড়ে। তিনি যোগ করেন, অরুণাচলে আরএসএস-এর প্রায় ৩ হাজার সদস্য রয়েছেন। তাদের অনেকেই গো-মাংস খান বলে দাবি করেন মনমোহন। দেশে অসহিষ্ণুতা বাতাবরণের অভিযোগ খারিজ করে দেন মনমোহন। জানান, বিশেষ আদর্শে বিশ্বাসী এক শ্রেণির মানুষ ভিন্ন মতবাদকে কখনই সহ্য করতে পারেন না। এই প্রসঙ্গে তিনি মুক্তার আব্বাস নকভির মন্তব্য টেনে আনেন। গো-মাংস বিতর্ক চলাকালীন নাকভি বলেছিলেন, গো-মাংস খেতে হলে পাকিস্তানে যান। নকভির করা এই মন্তব্যকে খারিজ করে মনমোহন জানান, উনি (নকভি) কি জানেন যে আরএসএস-এর মধ্যে অনেকেই গোজ-মাংস খান? গো-মাংস খাওয়ার বিরোধী বলে আরএসএস-এর যে ভাবমূর্তি জনমানসে তৈরি হয়েছে তাকেও বদলানোর চেষ্টা করেন মনমোহন বৈদ্য। বলেন, গো-মাংস খেলেই যে কেউ আরএসএস করতে পারবেন না, এই ধারনাটা ভুল। তিনি জানিয়ে দেন, গো-মাংস নিষেধাজ্ঞা নিয়ে আরএসএস-এর কোনও ভূমিকা নেই। তার সংগঠন কেবলমাত্র দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধেই সক্রিয়। সূত্র : এপিবি ১৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে