রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০১:১১:৪৬

রাসূলুল্লাহ (সা:) সম্পর্কে কুমন্তব্য প্রকাশে বিক্ষোভ

রাসূলুল্লাহ (সা:) সম্পর্কে কুমন্তব্য প্রকাশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে অবান্তর এবং তীব্র আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারির ফাঁসির দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ভারতের উত্তর প্রদেশের মুসলিমরা। গত শুক্রবার ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন এবং হিন্দু মহাসভা নেতার পুতুলে আগুন দেয়ার পাশাপাশি তাকে ফাঁসি দেয়ার দাবিতে শ্লোগান দেন। বিক্ষোভকারীরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের হাতে উর্দুতে লেখা এক স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক রঞ্জন কুমার তাদের দাবিকে মুখ্যমন্ত্রীর কাছে পোঁছে দেয়ার আশ্বাস দেন। ভারতে এদিন, বিপুলসংখ্যক মানুষজনের ভিড় এবং শ্লোগানে সংশ্লিষ্ট এলাকায় অনেকেই বাড়ি থেকে বেরোননি। অনেক জায়গায় বাজার এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ চাড়াও পশ্চিম উত্তর প্রদেশ বিভিন্ন এলাকায় এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে। মুজাফফরনগরে এক লক্ষাধিক লোক একত্রিত হয়ে কমলেশ তিওয়ারির ফাঁসির দাবিতে সেদিন বিক্ষোভ করেন। মুজাফফর নগরের ইত্তেহাদ-ই মিল্লাত সংগঠনের সভাপতি হাজী এহসান বলেছেন, ‘কমলেশ তিওয়ারি দেশেজুড়ে মুসলিমদের অপমান করেছেন, তাকে কঠোর সাজা দিতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে এরকম ভাষা শুনতে পারব না। মুসলমানদের অনুভুতিকে সম্মান জানানো উচিত। আমরা দ্রুত কমলেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ সমাজবাদী পার্টির মিডিয়া কো-অর্ডিনেটর জাভেদ আনসারি জানান, ‘আমরা আগেই কমলেশের ফাঁসির দাবি জানিয়েছি, এছাড়া এ ধরণের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনের দাবি জানাচ্ছি।’ মুজাফফর নগরে শিয়া মুসলিমদের পক্ষ থেকে জুমা নামাজ শেষে কমলেশ তিওয়ারির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান এবং তার কুশপুতুলে অগ্নিসংযোগ করে। বারতের প্রখ্যাত মিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদের নেতৃত্বে সেদিন শতশত মানুষ ব্যানার এবং পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেনে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের হিন্দু মহাসভার পক্ষ থেকে নির্বাহী প্রেসিডেন্ট কমলেশ তিওয়ারি এক প্রেস নোটের মাধ্যমে রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে কুমন্তব্য করেন। এ নিয়ে উত্তর প্রদেশের মুসলিমরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন দিনে এরইমধ্যে বিক্ষোভ দেখিয়েছে। -রেডিও তেহরান ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে