মুসলিম-বিরোধী হবেন না : ওবামার অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিরোধী সুর ক্রমশ বাড়ছে আমেরিকায়। সান বার্নার্ডিনোয় জঙ্গি হামলার পর এই প্রবণতা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিনবাসীকে মুসলিম বিরোধী না হওয়ার আবেদন জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সন্ত্রাসমূলক কাজকর্ম রুখতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। তবে তাই বলে, মুসলিম-বিরোধী হবেন না।
রেডিও এবং ওয়েবের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে ওবামা বলেন, আমেরিকার জনগণ যেন ইসলাম বনাম আমেরিকা সংঘাত- এমনভাবে বিষয়টিকে তুলে ধরে পরস্পরের সঙ্গে সংঘাতে না জড়ান। কারণ ইসলামিক স্টেট সেটাই চায়।
সেই সমস্ত আমেরিকাবাসীর প্রশংসা করেছেন তিনি, যারা এই পরিস্থিতিতেও মূল্যবোধ হারাননি। ওবামা বলেন, প্যারিস ও বার্নার্ডিনোয় জঙ্গি হামলার পর অনেকেরই মনে প্রশ্ন এসেছে, কী করা উচিত। প্রথমে সবাইকে সজাগ থাকতে হবে। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে, ততক্ষণাত তা আইনরক্ষকদের জানান।
তিনি বলেন, সন্ত্রাসবাদীরা আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে। এই কারণেই অকারণে ভয়, হিংসার পরিবেশ গড়ে তুলছে তারা। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। মার্কিন যুক্তরাষ্ট্রেই বহু মুসলিম আছেন, যারা কারও বন্ধু, প্রতিবেশী বা সহকর্মী।
আমেরিকার সমস্ত মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সকলেই মার্কিন পরিবারের সদস্য। তাই প্রত্যেকেরই উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। বাবা মা-র উচিত সন্তানদের বোঝানো, শিক্ষকের উচিত শিক্ষার্থীদের এই বার্তা দেওয়া, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন সমস্ত ক্ষেত্রেই এই বার্তা পৌঁছে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ওবামা।
১৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস