রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০১:২৯:০৫

‘ইউরোপজুড়ে পরমাণু বোমা মোতায়েন করেছে আমেরিকা’

‘ইউরোপজুড়ে পরমাণু বোমা মোতায়েন করেছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে আমেরিকা প্রায় ২০০ পরমাণু বোমা মোতায়েন করেছে রেখেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। সম্প্রতি মস্কো বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক তৎপরতার কারনে বিশ্বে সামরিক-রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি ও তুরস্কে এসব মার্কিন পরমাণু বোমা মোতায়েন করা আছে। এদিকে , আমেরিকা পরমানু অস্ত্র কর্মসূচিও নবায়ন করেছে।” এছাড়া তিনি বলেছেন, দিন দিন সামরিক তৎপরতা বাড়ানোর জন্য আমেরিকা ও ন্যাটোকে দায়ী করেন। এতে বিশ্বে সামরিক-রাজনৈতিক পরিস্থিতিরি অবনতি হচ্ছে বলে রুশ প্রকিরক্ষামন্ত্রী শোইগু এই মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, স্বল্প সময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। এমর পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাশিয়াও তার কৌশলগত পরমাণু অস্ত্রের ক্ষমতা বিশাল অংশে বাড়িয়েছে। তিনি জানান, রাশিয়ার শতকরা ৫৫ ভাগ পরমাণু অস্ত্র নতুন সামরিক সরঞ্জামের সঙ্গে বসানো হয়েছে। রাশিয়া সাধারণত ন্যাটো সদস্য দেশের কাছে পরমাণু বোমা মোতায়েন করার পক্ষপাতী নয় কিন্তু গত জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটো যদি রাশিয়াকে হুমকি দেয় তাহলে মস্কোও সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে