রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:০০:০৬

মরণরোগে আক্রান্ত সিরিয়ার মানুষ

মরণরোগে আক্রান্ত সিরিয়ার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ মরনব্যাধি রোগ। চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে সেখানকার মানুষ। আর সেই মরনব্যাধি রোগের পিছনেও কারণ সেই আইএস। তাদের হত্যালীলার কারনেই ছড়িয়ে পড়ছে এই রোগ। আইএস দখলকৃত এলাকাগুলিতে অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই রোগ। প্রথমত ওইসব এলাকায় নেই কোনও চিকিৎসার ব্যবস্থা। দ্বিতীয়ত, মানুষ খুন করে সেইসব দেহ ফেলে রাখছে রাস্তাতেই। আর তার থেকেই ছড়াচ্ছে এই রোগ। বিভিন্ন কীটপতঙ্গ যারা ওই মৃতদেহগুলির উপর ঘুরে বেড়ায় আর সেগুলো খায়, তাদের মাধ্যমেই ছড়াচ্ছে এই রোগ। মানুষকে মেরে তাদের দেহ রাস্তাতে ফেলে দেওয়ার জন্যই এই রোগ ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরাও। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৩-র সেপ্টেম্বরে প্রথম এই রোগ ধরা পড়ে। মাছি থেকে ছড়িয়েছিল এই রোগ। এরপর ২০১৪-র মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০০ জনের এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে ওইসব জায়গায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংস্থার দাবি ১৩ মিলিয়ন সিরিয়াবাসীর জন্য যত দ্রুত সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করতে হবে। ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে