রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৭:৪৯

মোদির ভিসা রেকর্ড চাইল মার্কিন কোর্ট

 মোদির ভিসা রেকর্ড চাইল মার্কিন কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে চেয়ে পাঠাল যুক্তরাষ্ট্রীয় আদালত। ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সমস্ত তথ্য আদালতে দাখিল করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। আগামী শুনানির দিন ২৯ ফেব্রুয়ারি। গুজরাট দাঙ্গায় হাত রয়েছে অভিযোগ তুলে ২০০৫ সালে নরেন্দ্র মোদির আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বুশ প্রশাসন। ২০১৪ সালে মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে তাকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। কারণ আইন অনুযায়ী, কোনও দেশের রাষ্ট্রপ্রধানের প্রবেশের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। প্রথমে প্রধানমন্ত্রী মোদির মার্কিন ভিসা বাতিল এবং পুনরায় তা ইস্যু করা নিয়ে তথ‍্যের স্বাধীনতা আইনে পররাষ্ট্র দপ্তরের কাছে সমস্ত তথ্য জানতে চেয়েছিল আমেরিকার শিখদের মানবাধিকার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’। তা দিতে পারেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। সে কারণে সেপ্টেম্বরে আদালতের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ফেডারেল কোর্ট নির্দেশ দিল, মোদির আমেরিকায় প্রবেশাধিকার সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে পেশ করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে