মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০২:১৬:২৩

যেভাবে আকাশযুদ্ধে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত!

যেভাবে আকাশযুদ্ধে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত!

যেভাবে আকাশযুদ্ধে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত!
১. ভারতের রাডার নিয়ন্ত্রণ রেখার ছয় মাইলের মধ্যে ২৪ পাকিস্তানি যুদ্ধবিমান শনাক্ত করে।
২. ভারত বিমানগুলোকে ধাওয়া করার জন্য আটটি যুদ্ধবিমান পাঠায়।
৩. পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার ভেতরে ঢুকে ভারতের ঘাঁটিতে লেজার নিয়ন্ত্রিত মিসাইল নিক্ষেপ করে।
৪. ভারতের মিগ-২১ জেট বিমান পাকিস্তানের বিমানকে পেছনে ফেলে।
৫. ভারতের রাশিয়ার ভিমপেল আর-৭৩ বিমানকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে পাকিস্তান।
৬. ভারতের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান।

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের রাডার যখন সাত হাজার ফুট নিচে শত্রু বিমানকে দেখে তখন তিনি তেমন দ্বিধায় পড়েননি। উত্তেজনাপূর্ণ কাশ্মিরের আকাশে যখন তার বিমানকে এফ-১৬ বিমান টার্গেট করে তখন তিনি তার সহযোগীদের বলেছিলেন, ‘আমি তাদের মোকাবেলায় যাচ্ছি।’ অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমানকে গুলি করে ভূপাতিত করার পর পাকিস্তানের হাতে তিনি আটক হন। এর মাধ্যমে বিমানযুদ্ধ শেষ হয়। 

১৯৭১ সালের যুদ্ধের পর ভারত-পাকিস্তানের মধ্যে বিমান হামলার ঘটনা আবার দেখতে হলো বিশ্বকে। এই ঘটনা দু’টি পারমাণবিক শক্তিধর দেশকে যুদ্ধের মুখোমুখি করেছিল এবং এ অঞ্চলকে আতঙ্কে ফেলেছিল। ব্রিটেনের প্রভাবশালী টেলিগ্রাফ পত্রিকা এটারই বিশ্লেষণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে