রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৬:৩৪

‘বাংলায় নিরাপদ নন মহিলারা’

‘বাংলায় নিরাপদ নন মহিলারা’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে মহিলারা মোটেই নিরাপদ নন। অপহরণ, ধর্ষণে সেখানে বেড়েই চলেছে। কলকাতার শিলচরে এসে আজ এ কথাই জোর দিয়ে বললেন প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্য। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কাছাড়-হাইলাকান্দি জেলা সম্মেলন উপলক্ষে প্রধান বক্তা ছিলেন মালিনীদেবী। তিনি অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা নিয়েও সতর্ক করে বলেন, ‘‘শাসকশ্রেনির ষড়যন্ত্রেই ধর্মের নামে, জাতপাতের নামে সমাজে বিভাজন বাড়ছে।’’ ধর্মের প্রতি তার বিদ্বেষ নেই, এ কথা উল্লেখ করে বলেন, ‘‘ধর্মের নামে যারা রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে যারা মানুষ ঠকায়— আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।’’ অসম রাজ্য কমিটির সভাপতি সীমা বিশ্বাসের দাবি, অসমেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে