রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৭:৪৮

বিশ্বের সবচেয়ে পুরনো বিবাহিত জুটি

বিশ্বের সবচেয়ে পুরনো বিবাহিত জুটি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বংশোদ্ভুত এই ব্রিটিশ দম্পতিকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে পুরনো বিবাহিত জুটি। গতকাল শুক্রবার এ জুটি ইংল্যান্ডে তাদের ৯০তম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। কারাম (১১০) ও কারতারি চাঁদ (১০৩) ১৯২৫ সালের ১১ ডিসেম্বর ভারতে ব্রিটিশরাজের সময় পাঞ্জাবের ঐতিহ্যবাহী রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর ৪০ বছর পর তারা ইংল্যান্ডে পারি জমান। দুজনের গাটছাড়া বাঁধার এই নব্বইটি বছর পার করে কারাম বলেন, ‘আমাদের বিয়ে এবং দুজনের এক সঙ্গে এতোটা বছর পার করতে পাড়া তো পরম সৌভাগ্য। সব ধরনের সুখের মূলে রয়েছে জীবন ও বিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ।’ এই দম্পতি পশ্চিম ইয়র্কশায়ারে ব্র্যাডফোর্ডে সবচেয়ে ছোট ছেলের সঙ্গে বসবাস করছেন। কারাম ও চাঁদ দম্পতি সাত সন্তানের জনক-জননী। তাদের রয়েছে ২৭ জন নাতি-নাতনি ও ২৩ জন পুতি-পুতনি। এই দম্পতির ছোট ছেলে পল তার বাবা-মার দীর্ঘ এই সুখি জীবনের কথা বলতে গিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, তাদের সুখি দাম্পত্য জীবনের মূল ব্যাপারটি হলো তারা কখনো কোনো বিষয় নিয়ে তর্কে লিপ্ত হতেন না।’ তিনি বলেন, ‘বিবাহ অর্থই হচ্ছে একে অপরের সঙ্গে সব ধরনের আপোশ করে চলা। আমার বাবা-মা তাই করে গেছেন। সুখি ও চাপমুক্ত জীবনই তাদের দীর্ঘদিন এক সঙ্গে রেখেছে।’ ‘অনেক দিন ধরে আমরা এক সঙ্গে আছি। বাবা-মাকে কখনো দেখেনি কোনো তর্ক বা একে অপরের সঙ্গে রাগারাগি করতে। আমি বিশ্বাস করি তাদের সুখি জীবনের এটাই গোপন রহস্য।’ কারাম-কারতারি দম্পতি ১৯৬৫ সালে ব্র্যাডফোর্ডে আসেন। গত মাসে পরিবার ও বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বন্ধুদের নিয়ে তারা তাদের জন্মদিন উদ্যাপন করেন।- এনডিটিভি ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে