বুধবার, ০৬ মার্চ, ২০১৯, ০৯:০৫:০৯

‘স্যাটেলাইটের ছবিতে বালাকোটে ভারতের বিমান হামলার চিহ্ন নেই’

‘স্যাটেলাইটের ছবিতে বালাকোটে ভারতের বিমান হামলার চিহ্ন নেই’

নিউজ ডেস্ক : পাকিস্তানের বালাকোটের কাছে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে প্রচণ্ড হামলা চালানোর কথা বলা হলেও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্যাটেলাইটের ছবিতে বালাকোটে ভারতের বিমান হামলার চিহ্ন নেই।

ভারতের দাবি, জইশ-ই-মোহাম্মদের ওই প্রশিক্ষণ কেন্দ্রে তাদের যুদ্ধবিমানগুলো ১০০০ কেজি বোমাবর্ষণ করে বহু জঙ্গিকে হত্যা করেছে। তবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের সরবরাহ করা ছবিগুলোতে ভারতের বোমা হামলার ছয় দিন পর ৪ মার্চ ওই মাদ্রাসার স্থানটিতে অন্তত ছয়টি ভবন দেখা গেছে।

প্ল্যানেট ল্যাবের ওই ছবিগুলোতে (যেগুলো ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও বিস্তারিতভাবে তুলে ধরেছে) ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে সেখানে পরিষ্কারভাবে ওই কাঠামোগুলো দৃশ্যমান হয়েছে।

দেখা গেছে, ভবনগুলোর ছাদে দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো ছিদ্র নেই, দাহ্য পদার্থের আঘাতের কোনো চিহ্ন নেই, বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই, মাদ্রাসার আশপাশে উপড়ে পড়া কোনো গাছ নেই এমনকি বিমান হামলার অন্য কোনো চিহ্নও পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনের দাবি করা হয়, ২০১৮ সালের এপ্রিলে ভূ-উপগ্রহের মাধ্যমে তোলা ছবির মতোই এখনকার তোলা ছবি। সেখানে ভবনের ছাদে বর্ণনা করার মতো কোনো গর্ত নেই, দেয়ালে কোনো ফুটো নেই বা মাদ্রাসার আশপাশে বিচ্ছিন্ন গাছ অথবা বিমান হামলার অন্য লক্ষণ নেই।

গত আট দিন ধরে ভারত সরকার বিবৃতিতে বলা হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটের মাদ্রাসার কাছে জাবা গ্রামে বিমান হামলা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর এমন বিবৃতির কারণে এ ভূ-উপগ্রহ চিত্রের ছবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রাণলয়ের কাছে কয়েক দিন আগে স্যাটেলাইট পাওয়া ছবি ও তাদের বিবৃতির ব্যাপারে কয়েকটি প্রশ্ন ইমেইলে জানতে চাওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো উত্তর আসেনি রয়টার্সের কাছে। সূত্র : পাবলিক নিউজ পাকিস্তান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে