শনিবার, ০৯ মার্চ, ২০১৯, ০৩:৪৭:০০

ভারতের চূড়ান্ত প্রত্যাঘাতে তছনছ পাক শিবির, মৃত্যু একাধিক সেনার!

ভারতের চূড়ান্ত প্রত্যাঘাতে তছনছ পাক শিবির, মৃত্যু একাধিক সেনার!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চূড়ান্ত প্রত্যাঘাতে তছনছ পাক শিবির। বেশ কিছু পাক সেনার মৃত্যু হয়েছে। যাদের মধ্যে পাক বাহিনীর এসপিও সাইদ হুসেন আছেন বলেও খবর।

ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বাঙ্কার৷ মৃত্যু হয়েছে কয়েক পাক সেনার৷
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির কথা যতই বলুন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁদের আসল উদ্দেশ স্পষ্ট। প্রায় প্রতিদিনই সীমান্তে গুলি চালাচ্ছে, মর্টার ছুড়ছে পাকিস্তান। এখনও পর্যন্ত তা চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ভারতও যে ছেড়ে দেওয়ার বান্দা নয়, তা ভালো মতোই বুঝিয়ে দেওয়া হচ্ছে। 

জানা গিয়েছে, ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বাঙ্কার৷ মৃত্যু হয়েছে কয়েক পাক সেনার৷ তাঁদের মধ্যে পাক বাহিনীর এসপিও সাইদ হুসেন আছেন বলেও খবর। 

এখনও পর্যন্ত শাহপুর ও কেরনি সীমান্তে দুই পক্ষের মধ্যে ফায়ারিং চলছে৷ পুলওয়ামার পর এই তিন সপ্তাহে ১০০বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যোগ্য জবাবও দেওয়া হচ্ছে তাদের।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে