রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৩:৪২

একটি রাষ্ট্রকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

একটি রাষ্ট্রকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ জাম্বিয়া নিজেদেরকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ এ ঘোষণা দেন। জাম্বিয়ার মোট জনসংখ্যা ১৮ লাখ। দেশটির ৯০ শতাংশ জনগণই মুসলমান। ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি। শুক্রবার রাজধানী বানজুল থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় গ্রাম ব্রাফাতে একটি রাজনৈতিক র‌্যালি শেষে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আমি জাম্বিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিচ্ছি। গাম্বিয়া আর ঔপনিবেশিক আমালের আইনে চলবে না।’ তবে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হলেও দেশটিতে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের অধিকারও রক্ষিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়াহইয়া। তিনি বলেন, পোষাকের ব্যাপারে কোনো বাধ্যকতা আরোপ করা হবে না। আমরা একটি ইসলামিক রাষ্ট্র হবো যেখানে সকল নাগরিক ও অনাগরিকের অধিকার রক্ষিত হবে। প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট জামেহর ব্যাপক সমালোচনা করে আসছে। ১৯৯৪ সাল থেকে জাম্বিয়ার ক্ষমতায় রয়েছেন তিনি।সূত্র: রয়টার্স ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে