মক্কায় নারীর জয়গান
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো নারী প্রার্থী ও ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত সৌদি পৌরসভা নির্বাচনে পবিত্র নগরী মক্কায় একজন নারী প্রার্থী জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার ওসামা আল বার জানান, পবিত্র মক্কা নগরীর মাদরাকা কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সালমা বিনতে হিজাব আল ওতাইবা নামের একজন নারী প্রার্থী। তিনি ৭ জন পুরুষ ও আরো ২ জন নারীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। ভোটের আনুষ্ঠানিক ফলাফল পরে ঘোষণা করা হবে।
ইসলামি শরীয়াহ আইনের অনুসারী রাজতান্ত্রিক সৌদি আরবে এবারই প্রথমবারের মতো নারীরা নির্বাচনে অংশ নেয়ার অনুমতি পেয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী নারী প্রার্থীরা কোনো পুরুষ ভোটারের সাথে সরাসরি কথা বলে ভোট চাইতে পারেন নি। পর্দার আড়াল থেকে পুরুষদের কাছে ভোট প্রার্থনা করতে হয়েছে।
নির্বাচনে অংশগ্রহনকারী মোট ৬,৬৪০ জনের মধ্যে ৯০০ জনেরও বেশি নারী প্রার্থী।
সূত্র: এপি
১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ