শনিবার, ১৬ মার্চ, ২০১৯, ০৪:৩১:৫৪

এবার লন্ডনে মসজিদের বাইরে মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ জঙ্গিদের হামলা

এবার লন্ডনে মসজিদের বাইরে মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ জঙ্গিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পূর্ব লন্ডনে একটি মসজিদের কাছে শুক্রবার একজন মুসল্লির ওপর হাতুড়ি ও লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েছেন ইসলামবিদ্বেষী শ্বেতাঙ্গ জঙ্গিরা। হামলা করেই তারা পালিয়ে গেছেন বলে দ্য সানের খবরে বলা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জোড়া বন্দুক হামলায় ৪৯ মুসল্লি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। ভিডিও ক্লিপে দেখা যায়, হোয়াইট চ্যাপেলের ক্যানন স্ট্রিটে ২০ বছর বয়সী এক তরুণ অস্ত্রহাতে একটি চলন্ত গাড়ির বাইরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন।

এক হামলাকারী গাড়ির পেছনের ঢাকনার ওপর ঝাঁপ দিলে তার সহযোগী পেছনের আসনে উঠে যেতে সক্ষম হন। এরপর স্থানীয় ক্ষুব্ধ লোকজন তাদের ধাওয়া দেন। হাতুড়ি ও ভোঁতা বস্তুর আঘাতে ২৭ বছর বয়সী এক এশীয় যুবক আহত হয়েছেন বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই মুসল্লি শুক্রবার মসজিদে জমা পড়েতে এসেছিলেন। তার ওপর হামলার সময় জঙ্গিরা নামাজ পড়তে আসা মুসলমানদের ‌‘সন্ত্রাসী’ বলে গালি দেন ও ইসলামবিদ্বেষী মন্তব্য ছুড়তে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, একটি গাড়ির ভেতর থেকে ইসলামবিদ্বেষী গালি দিতে দিতে বেরিয়ে আসেন দুর্বৃত্তরা। এরপর ওই মুসল্লির ওপর ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা ধাওয়া দিলে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় গাড়িটিকে শনাক্ত করতে তদন্ত চলছে। সন্দেহভাজনরা সবাই শ্বেতাঙ্গ। তাদের বয়স ২০ এর কোটায় হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে