রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৪:০৪:০৬

নিউজিল্যান্ডের একটি হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ

নিউজিল্যান্ডের একটি হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:নিরাপত্তা হুমকির কারণে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে একটি হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থাকে লকডাউন বা তালাবদ্ধ অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। রেডিও নিউজিল্যান্ডকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই হাসপাতালটির প্রবেশ পথে পুলিশের গাড়ি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু বলে নি। একদিন আগে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার সঙ্গে এ ঘটনা কোনোভাবে সম্পর্কযুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। জানা যায় নি ওই হাসপাতালের নামও।  

হকস বে ডিস্ট্রিক্ট হেলথ বোর্ড নিশ্চিত করে বলেছে যে, ওই হাসপাতালটি ‘লকডাইন’ করে রাখা হয়েছে।পুলিশ বলেছে, পূর্ব সতর্কতা হিসেবে হাসপাতালটি বন্ধ করা হয়েছে। কেউ ছোটখাটো আহত হয়ে থাকলে তাকে এই হাসপাতালে না যেতে পরামর্শ দেয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে