ইতিহাসে সৌদিতে প্রথমবারের মত নারী নেত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে সৌদি আরবে প্রথমবারের মতো নারী নেত্রী নির্বাচিত হলো। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে মক্কা পৌরসভার একটি আসনে এক সৌদি নারী জয়লাভ করেন। তার নাম সালমা বিনতে হিজাব আল ওতিবি।
আজ রোববার এ খবর জানিয়েছে আল-জাজিরা। দেশটিতে এটা এক অভূতপূর্ব ঘটনা।
দেশটিতে এই প্রথমবারের মতো নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও সুযোগ পেলেন। মোট ৯৭৮ জন নিবন্ধিত নারী প্রার্থী নির্বাচনে লড়েছেন।
নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ওসামা আল-বারের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, সালমা বিনতে হিজাব আল-ওতিবি মাদরাকাহ কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। এটি মুসলমানদের পবিত্র নগরী মক্কার একটি এলাকা।
উল্লেখ্য, বিশ্বের নারীদের কঠোর বিধিনিষেধের মধ্যে সৌদি আরব সবার অন্যতম। গাড়ি চালানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ঘরের বাইরে নারীদের অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করতে হয়। নিজের ইচ্ছামত কোথাও বের হতে পারেন না সৌদি নারীরা।
১৩ ডিসেম্বর,২০১৩/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�